বিশেষ সংবাদদাতা, বনগাঁ, ২৬ নভেম্বর: পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতির ঝাউডাঙ্গা – বেড়ী পাঁচপোতা – সুটিয়া ইউনিটের পক্ষ থেকে শনিবার একটি প্রচার অভিযান চালানো হয়েছে। এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল, যে সমস্ত স্কুল শিক্ষক সরকারী আইনকে বুড়ো আঙুল দেখিয়ে মোটা টাকার বিনিময়ে টিউশন করছেন তাঁদের বিরুদ্ধে প্রতিবাদ করা।
প্রসঙ্গত সরকারি আইন অনুযায়ী, কোনও সরকারি বা সরকার পোষিত স্কুলের শিক্ষক প্রাইভেট টিউশন করতে পারবেন না। সেজন্য প্রতি বছর মুচলেকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে সরকারি তরফে। তা সত্ত্বেও মিথ্যা মুচলেকা দিয়ে প্রতি শিক্ষাবর্ষ শুরু হওয়ার আগেই তারা কোমর বেঁধে নেমে পড়েন ছাত্র ধরতে। বিভিন্ন প্রকার প্রলোভন ও ভয় দেখিয়ে টিউশন করছেন। এভাবে বিপুল পরিমাণ কালো টাকা জমিয়ে যাচ্ছেন এইসব অসাধু শিক্ষকরা।
তারই প্রতিবাদে আজ ঝাউডাঙ্গা – বেড়ী পাঁচপোতা – সুটিয়া ইউনিটের পক্ষ থেকে এই প্রচার অভিযান চালানো হয়। ইউনিটের এক সদস্য বলেন, এলাকার স্কুল শিক্ষকরা সরকারকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রতি বছর বিপুল পরিমাণ টিউশন করছেন। বিশেষ করে পাঁচপোতা ভারাডাঙ্গা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক এই কাজ করে চলেছেন। যে কথা জানেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়। কিন্তু তার কোনও প্রতিকার হচ্ছে না। তবে এদিনের গৃহশিক্ষক সংগঠনের কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন এলাকার অভিভাবক সম্প্রদায়।