Home National পশ্চিমবঙ্গ না পারলেও, সামাজিক দূরত্ব বজায় রেখে বাজার বসালো ত্রিপুরা সরকার

পশ্চিমবঙ্গ না পারলেও, সামাজিক দূরত্ব বজায় রেখে বাজার বসালো ত্রিপুরা সরকার

248
0

নিজস্ব সংবাদদাতা, আগরতলা: পশ্চিমবঙ্গের মমতার সরকার যেটা পারলনা সেটা করে দেখাল ত্রিপুরার সরকার। সেখানে সামাজিক দূরত্ব বজায় রেখে বাজারগুলো পরিচালনা করা হচ্ছে। কোথাও কোথাও খোলা মাঠে বাজার বসানো হচ্ছে । সামাজিক দূরত্ব বজায় রেখে এরকমই একটা বাজার পরিচালনার নমুনা দেখা গেল আগরতলার লেক চৌমুহনী বাজারে। ত্রিপুরা সরকারের আদেশ মতো আগরতলার লেক চৌমুহনীর সবজি বাজারটি একটি খোলা জায়গায় বসানো হয়েছে। দ্রুত করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে বাজারটি এভাবে স্থানান্তর করা হয়েছ। যাতে দোকানদার ও খরিদ্দাররা কেনাকাটা করার সময় ভিড় এড়ানো যায়। বজায় থাকে সামাজিক দূরত্ব। এভাবে রাজ্যের অন্যান্য অঞ্চলেও একই পদক্ষেপ গ্রহণ করেছে ত্রিপুরার বিজেপি সরকার।

Previous articleবাংলা ভাষাকে সরকারি ভাষার দাবিতে যাদবপুরে বৈঠক বঙ্গবাসী মহাসভা ফাউন্ডেশনের
Next articleদুবাই থেকে 6 টি অক্সিজেন কন্টেনার এলো পানাগড় এয়ার বেসে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here