নিজস্ব সংবাদদাতা, কলকাতা : দেশের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গেও পাল্লা দিয়ে বাড়ছে দৈনিক করন আক্রান্তের সংখ্যা। গত একদিনে রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 20 হাজার 136 জন। এই নিয়ে এপর্যন্ত রাজ্যে মোট আক্রান্ত হয়েছেন 10 লক্ষ 32 হাজার 740 জন। গত একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 18 হাজার 994 জন। এই নিয়ে রাজ্যে মোট সুস্থতার সংখ্যা 8 লক্ষ 92 হাজার 474 জন। গত একদিনে এই ভাইরাসে রাজ্যে মৃত্যু হয়েছে 132 জন রোগীর। ফলে রাজ্যে এপর্যন্ত এই রোগে মোট মৃতের সংখ্যা 12,593 জন। বর্তমানে রাজ্যে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা 1 লক্ষ 27 হাজার 673 জন।
তবে বেশি উদ্বেগ বাড়িয়েছে কলকাতা ও উত্তর 24 পরগনা জেলা। কলকাতায় এপর্যন্ত 2 লক্ষ 34 হাজার 804 জন করোনা আক্রান্ত হয়েছেন। শুধু গত 1 দিনে আক্রান্ত হয়েছেন 3,973 জন। এ পর্যন্ত এই জেলায় মোট মৃত্যু হয়েছে 3 হাজার 749 জন রোগীর ।আর উত্তর 24 পরগনায় আক্রান্ত হয়েছেন 2 লক্ষ 21 হাজার 304 জন। গত একদিনে আক্রান্ত হয়েছেন 3 হাজার 998 জন। এই জেলায় এপর্যন্ত মোট মৃত্যু হয়েছে 3 হাজার 124 জন রোগীর। তবে উত্তর 24 পরগনায় বর্তমানে চিকিৎসাধীন আছেন 24 হাজার 566 জন রোগী। আর কলকাতা জেলায় চিকিৎসাধীন আছেন 26 হাজার 281 জন করোনা রোগী।