Home State পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে বিজেপি, মনে করেন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা

পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে বিজেপি, মনে করেন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা

213
0

বিশেষ সংবাদদাতা, ঢাকা: 2021 পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে প্রতিবেশী দেশ বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মধ্যে আগ্রহ এখন তুঙ্গে। তাঁরা মনে করেন, এবার পশ্চিমবঙ্গে দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকারের পতন হবে। ক্ষমতায় আসবে বিজেপি। আর বিজেপি ক্ষমতায় এলেই কার্যকরী হবে নাগরিকত্ব বিল বা সিএএ। বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীরাও পাবে গণতান্ত্রিক অধিকার ও প্রকৃত নাগরিকের সম্মান। সে দেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় দেশ বিভাজনের পর থেকেই বিভিন্ন অত্যাচার ও বঞ্চনার শিকার হয়ে আসছেন। বিভিন্ন রাজনৈতিক সন্ত্রাস, মৌলবাদী হিংসা ও গণতান্ত্রিক বৈষম্য তাঁরা বংশ পরম্পরায় সহ্য করে এসেছেন। এতসব বিপর্যয়ের মধ্যেও ভারতকে তাঁরা আশ্রয় ও নিরাপত্তার শেষ অবলম্বন বলে মনে করেন। তাই বাংলাদেশ সীমান্তবর্তী বাঙালি অধ্যুষিত ভারতের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের রাজনৈতিক ওঠাপড়া নিয়ে আবর্তিত হয় তাঁদের পারিবারিক চিন্তা, সামাজিক ও রাজনৈতিক স্বপ্ন।

সুতরাং এই নির্বাচনের ফলাফলের উপর বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের কৌতূহল এখন আকাশ ছোঁয়া। তাঁরা মনে করেন, পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে তাঁদের প্রকৃত সুদিন ফিরবে। ভারতের সীমান্তবর্তী এই রাজ্যে হিন্দুরা শক্তিশালী হলে, বাংলাদেশেও হিন্দু নির্যাতন বন্ধ হবে। দেশের মৌলবাদী শক্তি ভয় পাবে প্রতিবেশী রাষ্ট্রকে। সমস্ত রাজনৈতিক অনাচার ও ধর্মীয় বৈষম্যের হবে অবসান। এমনকি এবারের নির্বাচনকে তাঁরা দুর্গাপুজোর মত জাতীয় উৎসবের সঙ্গে তুলনা করছেন। তাঁরা মনে করেন, তৃণমূল শাসিত মমতার সরকার ক্ষমতায় থাকলে হিন্দু বাঙালিরা কোনওদিনই রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে মর্যাদা পাবে না। সেই জন্য হিন্দুত্ববাদী বিজেপি সরকারই সঠিক দিশা দেখাতে পারে। তাই সদ্যসমাপ্ত হওয়া পশ্চিমবঙ্গ নির্বাচনের ফলাফল জানতে তাঁদের আগ্রহ এখন তুঙ্গে। তাঁরা চাইছেন, মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসুক। তাহলে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় দুই পার বাংলাতেই পাবে গুরুত্ব।

পাশাপাশি বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্য পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় থাকলে রাজ্যে বসবাসকারী তাঁদের পরিচিত বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা ভালো থাকবেন। ওপার বাংলা থেকে নির্যাতিত হয়ে আসা হিন্দুরাও এখানে উপযুক্ত আশ্রয় পাবেন। সেই উনিশশো সাতচল্লিশের দেশভাগের পর থেকে ছিন্নমূল বাঙালি হিন্দুরা দুই পার বাংলাতেই নির্যাতিত ও অবহেলিত হয়ে আসছেন। প্রায় আট দশক ধরে চলছে রাজনৈতিক অস্থিরতা। কিন্তু এর শেষ কোথায়? কবে এই বৈষম্য ও অনাচার থেকে মিলবে মুক্তি? তাঁরা চাইছেন এই সমস্যার একটি স্থায়ী সুরাহা হোক। কারণ, ভারতের বাঙালি অধ্যুষিত রাজ্য পশ্চিমবঙ্গেই যদি বাঙালি হিন্দুরা যথাযথ নাগরিক সম্মান না পান, তাহলে বাংলাদেশের হিন্দুরা নির্যাতিত হয়ে পশ্চিমবঙ্গে এসেও জীবনের নিরাপত্তা পাবেনা।

সেজন্য বাংলাদেশের হিন্দুদের মুখে মুখে এখন একটাই আলোচনা। একমাত্র রাজনৈতিক চর্চার বিষয়, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল।

Previous articleপ্রার্থী নিয়ে ক্ষোভ আর গোষ্ঠীদ্বন্দ্বের কারণে 70-80টা আসন হাতছাড়া হতে পারে বিজেপির
Next articleভারতে একদিনে করোনা রোগীর সংখ্যা বাড়ল ১ লক্ষ ২ হাজার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here