পরিবেশ রক্ষায় বৃষ্টির জলসংরক্ষণ করে ভূগর্ভে পাঠানোর উদ্যোগ

    79
    0

    দক্ষিণ ২৪ পরগনা: বৃষ্টির জল সংরক্ষণ করে তা পাঠানো হবে ভূগর্ভে। এভাবে বৃদ্ধি পাবে ভূগর্ভস্থ জলস্তর। এবার এমনই উদ্যোগ নিল রাজপুর-সোনারপুর পুরসভা। পরিবেশ বিজ্ঞানের পরিভাষায় এই পদ্ধতিকে বলা হয় ‘গ্রাউন্ড ওয়াটার রিচার্জ’। সেই সঙ্গে পুরসভার সিদ্ধান্ত, বৃষ্টির জলকে আরও কিছু কাজে ব্যবহার করা হবে। শুক্রবার এই কাজের সূচনা হয়েছে মহামায়াতলার জয়হিন্দ প্রেক্ষাগৃহে। পুরসভার চেয়ারম্যান পল্লব দাস বলেন, বর্ষার জলকে সংরক্ষণ করে দু’টি কাজে ব্যবহার করা হবে। কিছুটা পাইপের সাহায্যে মাটির নীচে পাঠানো হবে। বাকিটা শৌচালয় সহ অন্যান্য জায়গায় ব্যবহার করা হবে।

    Previous articleরাজতন্ত্রের অবসান চেয়ে ব্রিটেনে বিক্ষোভ
    Next articleকেন্দ্রের টাকা অপচয় হচ্ছেবিরোধী শাসিত রাজ্যগুলিতে

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here