নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ৪ জুলাই : ফের নক্ষত্রপতন। দীর্ঘ রোগ ভোগের পর অবশেষে আজ সকালে প্রয়াত হলেন পরিচালক তরুণ মজুমদার। আজ সকাল ১১.১৭ মিনিটে প্রয়াত হন দাদার কীর্তির স্রষ্টা। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর। কিডনি ও ফুসফুসের সমস্যা নিয়ে গত ১৪ জুন থেকে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তরুণবাবু।
উল্লেখ্য, তরুণবাবুর জন্ম ১৯৩১ সালের ৮ জানুয়ারি। জন্মস্থান বর্তমান বাংলাদেশের বগুড়া জেলায়। বাবা বীরেন্দ্রনাথ মজুমদার একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। ছাত্রজীবনে তিনি রসায়নবিদ্যা নিয়ে পড়াশোনা করেছেন। কিন্তু বরাবরই তাঁর সিনেমা তৈরির প্রতি ঝোঁক ছিল।ফলে ১৯৫৯ সালে তিনি সিনেমা পরিচালনা শুরু করেন। সেবছর উত্তম কুমার ও সুচিত্রা সেনের সঙ্গে চাওয়া পাওয়া ছবিটি নির্মাণ করেন। এরপর ১৯৬০ সালে স্মৃতি টুকু থাক, ১৯৬২ সালে কাচের স্বর্গ নির্মাণ করেন। কাঁচের স্বর্গ নির্মানের জন্য জাতীয় পুরস্কারে ভূষিত করা হয় তাঁকে। এভাবে প্রায় দীর্ঘ ছয় দশক ধরে একের পর এক তিনি বহু খ্যাতনামা ছবি উপহার দিয়েছেন বাঙালি দর্শকদের। ১৯৯০ সালে তাঁকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হয়।
জানা গিয়েছে, দীর্ঘ প্রায় কুড়ি বছর ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। গতকাল মাঝরাত থেকে অবস্থার অবনতি হয়। হাসপাতালে কোমায় ছিলেন তিনি। ডায়ালিসিসের প্রয়োজন ছিল। কিন্তু তাঁর শরীর সেটা নিতে পারেনি। সেজন্য পুরোপুরি ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল। প্রথমে কিডনির সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরে ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে।