দীননাথ চক্রবর্তী
সকালের রোদ মেখে থলি হাতে যখন
বাজারে পা রাখি
একরাশ অন্ধকার মাথা বেয়ে নেমে আসে
যেমন পাহাড় থেকে নেমে আসে জঙ্গল
রীতিমতো শূন্য দিশেহারা
তখনই শুনতে পাই সেই কণ্ঠ
পথিক তুমি পথ হারিয়েছো?
ট্রেনে তো ওঠাই দায় অফিস টাইম
ভিড়ের আঁধার জঙ্গল
শ্বাপদের ভয় বুক দুরু দুরু
কখন কী যে ঘটে নিমেষেই
যদি ঘটে ভাগ্য তাকে কেন বলি আর
তখনই শুনতে পাই সেই কণ্ঠ
পথিক তুমি পথ হারিয়েছো?
রাস্তা যেন আর রাস্তা নেই
কত গাছ যে মরেছে তার বুকে
তবু বিস্তৃত বিশাল এক জঙ্গল
কেউ নেই কাছে পিঠে
শুধুই আঁধার বিপন্নতার
তখনই শুনতে পাই সেই কণ্ঠ
পথিক তুমি পথ হারিয়েছো?
মেলায় বই কিনি একা একা
কখনো বা ফুচকা খাই অন্য মেলায়
বলে যেন কত কী থাকে সেথা
কী যে থাকে জানি না ঠিক
দেখি যেন বেশী বেশী
গোধূলী সন্ধ্যার আঁধার ঝর্ণা
তখনই শুনতে পাই সেই কণ্ঠ
পথিক তুমি পথ হারিয়েছো?