চণ্ডীগড়: হরিয়ানার জনপ্রিয় গায়িকা তথা নৃত্যশিল্পী স্বপ্না চৌধুরীর বিরুদ্ধে পণ চাওয়ার অভিযোগ উঠল। ঘটনায় মামলা দায়ের করলেন তাঁর বউদি। এছাড়াও মামলা দায়ের হয়েছে তাঁর ভাই করণ ও মা নীলমের বিরুদ্ধেও। পালওয়ালের মহিলা পুলিস থানায় তাঁর বউদির অভিযোগ, বাপের বাড়ি থেকে পণ হিসেবে একটি ক্রেটা গাড়ি চেয়েছিল স্বপ্নার পরিবার। সেই দাবি না মেটানোয়, তাঁর উপর শারীরিক এবং মানসিক নির্যাতন চালানো হয়। আর এই কাজে মদত দিয়েছেন স্বপ্না।
স্বপ্নার বউদির অভিযোগ, ২০১৮ সালে কন্যা সন্তান জন্মানোর পর ‘চৌচাক’ উপলক্ষ্যে বাপের বাড়ি থেকে ওই গাড়ি চাওয়া হয়। তবে তাঁর বাবা তিন লক্ষ টাকা, সোনা ও রুপোর গয়না দেন। কিন্তু এতে খুশি ছিলেন না শ্বশুর বাড়ির লোকজন। তাঁরা আবার গাড়ির বায়না করতে থাকেন। শুরু হয় মানসিক ও শারীরিক নির্যাতন। এ প্রসঙ্গে মহিলা পুলিস থানার ইনচার্জ সুশীলা বলেন, ‘তদন্ত চলছে। ডিএসপি সত্যেন্দ্র নিজে তদন্ত করছেন। চার্জ গঠন হলেই গ্রেপ্তার করা হবে।’