পণের দাবিতে স্ত্রীকে পিটিয়ে খুনের দায়ে ১০ বছরের কারাদণ্ড 

    33
    0

    পুরুলিয়া: অতিরিক্ত পণের দাবিতে স্ত্রীকে পিটিয়ে খুনের দায়ে স্বামীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল পুরুলিয়া জেলা আদালত। বুধবার পুরুলিয়া জেলা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক সৌমেন সরকার এই নির্দেশ দেন। মামলার সরকারি আইনজীবী সুবোধ চট্টোপাধ্যায় বলেন, স্ত্রীকে পিটিয়ে খুনের দায়ে বরাবাজার থানার জামুনডি গ্রামের কার্তিক মাহাতকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ছ’মাস জেল খাটতে হবে।

    আদালত সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়ার বরাবাজার থানার জামুনডি গ্রামের কার্তিকের সঙ্গে ২০১৭সালে ঝাড়খণ্ডের বামনি চেলিয়ামা গ্রামের ভারতী মাহাতর বিয়ে হয়। বিয়ের তিনমাস পর থেকেই অতিরিক্ত পণের দাবিতে পরিবারে অশান্তি শুরু হয়। ২০১৯ সালের ১৭ ফেব্রুয়ারি রাতে বাড়িতে অশান্তি চলাকালীন একটি মোটা লাঠি দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করে কার্তিক। রক্তাক্ত অবস্থায় সেখানেই তিনি লুটিয়ে পড়েন। প্রতিবেশীরা বিষয়টি বরাবাজার থানায় জানায়। পুলিস তাঁকে বরাবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। সরকারি আইনজীবী বলেন, মৃতদেহের ময়নাতদন্তে দেখা যায় মাথায় ১৬টি আঘাতের চিহ্ন রয়েছে। ওই মাসেই ২০ তারিখ কার্তিককে গ্রেপ্তার করা হয়। তারপর থেকেই অভিযুক্ত পুরুলিয়া জেলা সংশোধনাগারে রয়েছে। হেফাজতে থাকা অবস্থায় বিচার প্রক্রিয়া শুরু হয়। মঙ্গলবার অভিযুক্তকে বধূ নির্যাতন এবং খুনের অভিযোগে দোষী সাব্যস্ত করেন বিচারক। বুধবার সাজা ঘোষণা হয়।

    Previous articleসাত দিনে উচ্ছেদের নোটিস
    Next articleআরামবাগ: পোস্ট অফিস স্থানান্তরের ভাবনা, বিপাকে গ্রাহকরা

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here