কলোরাডো: মার্কিন বায়ুসেনা অ্যাকাডেমির স্নাতকদের সমাবর্তন চলছে। কলোরাডোর সেই মঞ্চে হাজির প্রেসিডেন্ট জো বাইডেন। একে একে স্নাতকরা এসে তাঁর সঙ্গে হাত মেলাচ্ছেন। সেই সময়েই হঠাৎ ছন্দপতন। মাটিতে পড়ে গেলেন বাইডেন। মুহূর্তেই এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। প্রেসিডেন্টের অবশ্য সেরকম কোনও চোট লাগেনি। কিন্তু তিনি আচমকা এভাবে পড়ে গেলেন কেন? এই প্রশ্নই ঘোরাফেরা করছে নেটমাধ্যমে। বিষয়টি খোলসা করেছেন বাইডেন নিজেই। তিনি জানান, ‘পায়ে ক্র্যাম্প ধরেছিল। সেকারণেই টাল সামলাতে না পেরে পড়ে যাই।’