কলকাতা: জট কাটল। পঞ্চায়েত স্তরে আসন সংরক্ষণকে কেন্দ্র করে দায়ের হওয়া জনস্বার্থ মামলার রায় ঘোষণা করে মঙ্গলবার হাইকোর্ট জানিয়ে দিল, এই ইস্যুতে তারা হস্তক্ষেপ করছে না। বরং এব্যাপারে কমিশনের সিদ্ধান্তের উপরই আস্থা রেখেছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ। ফলে আসন্ন পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণায় আর কোনও বাধা রইল না। সূত্রের খবর, এপ্রিল মাসেই ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন। এবং মে মাসেই গোটা ভোট প্রক্রিয়া সম্পূর্ণ করতে চাইছে তারা।