বর্ধমান: পঞ্চায়েত নির্বাচনে সাফল্য পাওয়ার আশা ছেড়ে দিয়ে লোকসভা নির্বাচনকেই পাখির চোখ করেছে বা বিজেপি। রবিবার পূর্বস্থলীতে বিজেপির কেন্দ্রীয় নেতা তথা অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের নেতাদের সঙ্গে আলোচনায় তা স্পষ্ট হয়ে গেল। বৈঠকে দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার উপস্থিত থাকার কথা থাকলেও শেষ মুহূর্তে তিনি যোগ দেননি। সভা শেষ করে পূর্ব মেদিনীপুরের রামনগরের উদ্দেশে রওনা দেন মন্ত্রী পঙ্কজ চৌধুরী।
এদিকে বিজেপি সূত্রের খবর, ওই বৈঠকে কেন্দ্রীয় নেতারা পঞ্চায়েত নির্বাচনকে গুরুত্ব না দিয়ে লোকসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবে ভোটারদের বাড়ি যাওয়ার জন্য নেতাদের নির্দেশ দিয়েছেন। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সাফল্য তাঁদের তুলে ধরতে বলা হয়েছে। প্রতিটি বুথেই নেতা এবং কর্মীদের যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিজেপি নেতা গোবর্ধন দাস বলেন, রবিবার সভার পর সাংগঠনিক বৈঠক নিয়ে আলোচনা হয়েছে। রাজ্যের মানুষ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাচ্ছে। ওই প্রকল্পগুলির সাফল্যের ব্যাপারে প্রচারে জোর দিতে বলা হয়েছে।