কলকাতা: পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু করল সিপিএম। বুধবার শেষ হয় পার্টির দু’দিনের রাজ্য কমিটির বৈঠক। আলিমুদ্দিনের দপ্তরে সাংবাদিক বৈঠক করেন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি বলেন, ‘রাজ্য কমিটিতে পঞ্চায়েত ভোটের প্রস্ততি নিয়ে আলোচনা হয়েছে। তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে সব রাজনৈতিক দল মিলে আমরা ঐক্যবদ্ধভাবে লড়ব।’