নয়াদিল্লি: এনপিএস (ন্যাশনাল পেনশন স্কিম) নিয়ে কি ক্রমশ অসন্তোষ বৃদ্ধি পাচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের? পরিসংখ্যান মন্ত্রকের সাম্প্রতিক একটি রিপোর্টকে কেন্দ্র করে আপাতত এই প্রশ্ন উঠছে। কারণ, ওই সরকারি রিপোর্ট বলছে, তিন মাসে সারা দেশে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে এনপিএসের নয়া গ্রাহকের সংখ্যা ক্রমশ হ্রাস পেয়েছে। পরিসংখ্যান মন্ত্রকের রিপোর্টে দেখা যাচ্ছে, ২০২২ সালের সেপ্টেম্বর মাসে সারা দেশে এনপিএসের নয়া গ্রাহকদের মধ্যে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ছিলেন ৯ হাজার ৪১১ জন। অক্টোবর মাসে এই সংখ্যাটি কমে হয় ৭ হাজার ১৭ জন। নভেম্বর মাসে তা আরও কমে দাঁড়ায় ৬ হাজার ৯১৮ জন।