ন্যায্যমজুরি ও জমির অধিকারের দাবিতে সংঘটিত হল সারা ভারত খেতমজুর ইউনিয়নের ব্লক সম্মেলন

    130
    0

    জলপাইগুড়ি, ১৮ই ডিসেম্বর: ১০০ দিনের কাজের মজুরি প্রদান, অবিলম্বে নতুন কাজ শুরু করা, ১০০ দিনের কাজকে ২০০ দিন করা, নকল বীজ বিক্রি বন্ধ করে সার বীজ সহ জমিতে ব্যবহৃত অন্যান্য কৃষি সামগ্রীর মূল্য নিয়ন্ত্রণ, বন্ধ হয়ে থাকা তিস্তা সেচ প্রকল্প অবিলম্বে চালু করে জমিতে জল পৌঁছানোর ব্যবস্থা করা, জীবনধারণের উপযোগী মজুরি নির্ধারণ, গ্রামীন এলাকার সমস্ত রাস্তাঘাট সংস্কার সহ বিভিন্ন দাবিতে সারা ভারত মজুর ইউনিয়ন জলপাইগুড়ি সদর ব্লক কমিটির দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হল কমরেড খইরুল আলম মঞ্চ কমরেড সন্তোষ দাস নগর অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের ঝাঁ বাড়ি মোড় এলাকায়। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের কাজ শুরু হয়। পতাকা উত্তোলন করেন সংগঠনের সভাপতি নবাব আলী। শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করেন সভাপতি নবাব আলি, সম্পাদক ইন্দ্রনীল বোস, বর্ষীয়ান কৃষক নেতা প্রাক্তন সংসদ জিতেন দাস, অভ্যর্থনা কমিটির সভাপতি তপন গাঙ্গুলী, সারা ভারত মজুরি ইউনিয়নের জলপাইগুড়ি জেলা সভাপতি মোক্তাল হোসেন সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। পতাকা উত্তোলনের শেষে আগামী ২৭ তারিখ অনুষ্ঠিত সারাভারত খেত মজুর ইউনিয়নের জলপাইগুড়ি জেলা সম্মেলন ও সমাবেশকে সফল করার আহ্বান জানিয়ে মিছিল করেন উপস্থিত প্রতিনিধি সহ অন্যান্য সকলে।

    Previous articleঅটল অমৃত-আয়ুষ্মান ভারত কেলেঙ্কারীর মাস্টারমাইন্ড মোফাজ্জল হোসেন গ্রেফতার
    Next articleবিশ্ব ইতিহাসে ১৯ ডিসেম্বর

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here