কলকাতা, ১২ অক্টোবর: নৈহাটিতে এক যুবকের কাছ থেকে মিলল নগদ ৬২ লক্ষ টাকা। গতকাল রেল পুলিশের রুটিন তল্লাশি চলছিল। সে সময় বছর ছাব্বিশের ওই যুবকের কাছ থেকে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়। পুলিশি জেরায় সে জানিয়েছে, তার বাড়ি উত্তর ২৪ পরগনার টিটাগড়ে। কিন্তু ওই বিপুল পরিমাণ টাকা সে কোথা থেকে এনেছে এবং কোথায় নিয়ে যাচ্ছে সে ব্যাপারে কিছুই জানা যায়নি। এই বিপুল অর্থরাশি গণনা করতে নিয়ে আসা হয় টাকা গোনার মেশিন। ঘটনাস্থলে হাজির হয় আয়কর দপ্তর ও দুর্নীতি দমন শাখা।