নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত ৩০, নিখোঁজ ৪২

    90
    0

    কাঠমান্ডু, ১৫ জানুয়ারি: রবিবার সকালে নেপালে বিমান দুর্ঘটনার কবলে একটি যাত্রীবাহী বিমান। বিমানের মোট ৭২ জন ছিলেন। যার মধ্যে ৬৮ জন বিমানযাত্রী ও চারজন বিমান কর্মী। নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে পোখরা যাচ্ছিল যাত্রীবাহী বিমানটি। রানওয়ে অবতরণ করার সময় দুর্ঘটনাটি ঘটে। গোটা বিমানে আগুন ধরে যায়। দুর্ঘটনার পর এলাকায় ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী বাহিনী। স্থানীয় বাসিন্দারা উদ্ধারকারী বাহিনীর সদস্যদের সঙ্গে উদ্ধার কাজে নামেন। এখনও পর্যন্ত ৩০ টি মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি ৪২ জন এখনও নিখোঁজ। বিমানটি হাইতি এয়ারলাইন্সের বিমান ছিল বলে জানা গিয়েছে। রানওয়েতে অবতরণ করার সময় পাহাড়ে ধাক্কা খায় বলে মনে করা হচ্ছে। কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, তার তদন্ত শুরু হয়েছে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সিগনালিং সমস্যার কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে। বিমানের মধ্যে কোনও ভারতীয় ছিল কিনা সেই ব্যাপারে জানা যায়নি, পোখরা আন্তর্জাতিক বিমানবন্দর আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতির ওপর নজর রেখেছে প্রশাসন।

    Previous articleবিশ্ব ইতিহাসে ১৫ জানুয়ারি
    Next articleবিশ্ব ইতিহাসে ১৬ জানুয়ারি

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here