কলকাতা, ১১ নভেম্বর: চারিদিকে সাদা বরফে ঢাকা। তার মাঝে ঘুরে বেড়াচ্ছে স্নো লেপার্ড। সম্প্রতি নেপালে এরকম বিরল দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন কয়েকজন ওয়াইল্ড ফটোগ্রাফার। ১৬৫ কিলোমিটার অতিক্রম করে অতি সাবধানে তাঁরা বেশ কয়েকটি ছবি তুলেছেন স্নো লেপার্ড-এর।
উল্লেখ্য, তুষার চিতা সাধারণত আত্মগোপণ করে থাকতে ভালোবাসে। এরা সচরাচর মানুষের সামনে আসতে পছন্দ করে না। বিশেষজ্ঞ মহল থেকে জানানো হয়েছে, বর্তমান বিশ্বে বিরল এই প্রাণী।