Home National নেতাজিকে শ্রদ্ধা জানালেন মোদি

নেতাজিকে শ্রদ্ধা জানালেন মোদি

54
0

নয়াদিল্লি: সুভাষচন্দ্র বসুকে আরও বেশি করে জানো। মঙ্গলবার নেতাজির ১২৭ তম জন্মদিনে পুরনো সংসদ ভবনের সেন্ট্রাল হলের অনুষ্ঠানে স্কুল পড়ুয়াদের এমনই পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লোকসভার সচিবালয়ের তরফ থেকে স্রেফ নেতাজির প্রতিকৃতিতে মাল্য‌দান করা হয়। পার্লামেন্টারি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ফর ডেমোক্রেসিস (প্রাইড)র আয়োজনে ‘নো ইওর লিডার’ নামে অনুষ্ঠানে সেন্ট্রাল হলে আনা হয়েছিল স্কুল পড়ুয়াদের। নেতাজির প্রতিকৃতিতে গোলাপের পাপড়ির পুষ্পার্ঘ্যের পর তাদের সঙ্গে কথা বলেন মোদি।

Previous articleফাঁস ২ হাজার ৬০০ কোটি স্পর্শকাতর তথ্য
Next articleরামলালা নিয়ে সারা দেশে ব্যবসা সওয়া লক্ষ কোটির

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here