নেটিজেনদের সামনে ধরা পড়ল আলিয়ার বেবি বাম্প

    202
    0

    নতুন দিল্লি: প্রকাশ্যে এল আলিয়ার বেবি বাম্পের ছবি। সম্প্রতি, হার্ট অফ স্টোন সেট থেকে পর্দার পিছনের বেশ কয়েকটি ছবি ইন্টারনেটে প্রকাশিত হয়েছে। ফাঁস হওয়া ছবিগুলিতে আলিয়াকে সবুজ জাম্পস্যুটে দেখা যাচ্ছে। যখন তিনি গ্যাল গ্যাডোটের সাথে একটি সিকোয়েন্স করছেন৷ তার বেবি বাম্প তার পোশাকের নিচে লুকিয়ে আছে। আর সেই ছবি নিয়ে নেটপাড়ায় তুমুল শোরগোল। কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায় সেই ছবি। ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, খাঁকি উর্দিতে মরুভূমির দৃশ্যে বন্দুক হাতে দাঁড়িয়ে রয়েছেন আলিয়া। ছবিতে ধরা পড়েছেন গ্যাল গাডটও। অন্তঃসত্ত্বা অবস্থায় হলিউডের অ্যাকশন ছবির শ্যুটিং। যা নিয়ে আলিয়াকে কুর্নিশ জানাচ্ছে নেটপাড়া।
    উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাজ্যে তার প্রথম হলিউড প্রকল্প হার্ট অফ স্টোন-এর শুটিং করছেন। তিনি যে মা হতে চলেছেন, একথা কয়েকদিন আগেই একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেন। গত এপ্রিলেই রণবীর কাপুরের সঙ্গে বিয়ে হয়েছে তাঁর। এরমধ্যেই মা হতে চলেছেন? নেটিজেনদের মধ্যে শুরু হয় ফিসফাঁস। তাহলে কি আলিয়া বিয়ের আগে থেকেই রণবীরের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিলেন? এই নিয়ে চলে জোর চর্চা। অবশেষে প্রকাশ্যে এল তাঁর বেবি বাম্পের ছবি। ছবির প্রতি তাঁর ভালোবাসা দেখে বিস্মিত আলিয়া ভক্তরা। আলিয়া একটি বর্ধিত সময়সূচীতে একযোগে ফিল্মের শুটিং শেষ করেছেন। কাজের প্রতি তাঁর প্রতিশ্রুতির জন্য প্রশংসা করা হচ্ছে।

    Previous articleউত্তরবঙ্গে নাইরোবি ফ্লাই-এর আতঙ্ক, পুড়িয়ে দিচ্ছে ত্বক
    Next articleসম্পূর্ণ সিলেবাসে হবে ২০২৩ উচ্চমাধ্যমিক, জারি বিজ্ঞপ্তি

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here