কলকাতা, ৩০ সেপ্টেম্বর: রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতি কাণ্ডে পার্থই ছিল মাস্টার মাইন্ড। এসএসসি মামলায় প্রথম চার্জশিট পেশ করার সময় এমনটাই জানাল সিবিআই। শুক্রবার গ্রূপ সি নিয়োগে দুর্নীতির তদন্তের চার্জশিটে কেন্দ্রীয় তদন্তকারী দল পার্থ, এসপি সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক সাহা সহ মোট ১৬ জন অভিযুক্তের নাম উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, পার্থ শুধু নিয়োগ উপদেষ্টা কমিটি গঠন করেছিলেন তাই নয়, কিভাবে নম্বর বদল করতে হবে, কার জায়গায়, কে চাকরি করবে, সেজন্য কাকে কত টাকা দিতে হবে, কিভাবে টাকা তোলা হবে তৎকালীন শিক্ষামন্ত্রীর এটাই মূল কাজ ছিল।