নওগাঁ প্রতিনিধি: “নিরাপদ মাছে ভরব দেশ – বঙ্গবন্ধুর বাংলাদেশ ” এই শ্লোগানকে সামনে রেখে নওগাঁর নিয়ামতপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ জুলাইয়ের এই সভায় উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে মৎস্য কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় হয়। এই সময়ে মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন উপজেলা মৎস্য কর্মকতা আইয়ূব আলী। সেখানে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি জাবেদ আলী, সাধারণ সম্পাদক জনি আহমেদ, সাংগঠনিক সম্পাদক শাহান সা, সদস্য সিরাজুল ইসলাম, আইনুল হক, ইমরান ইসলাম প্রমুখ।