জলপাইগুড়ি: সাতদিন আগে শেষ হয়েছে ফুটবল বিশ্বকাপ। কাঁধে কাপ নিয়ে আর্জেন্তিনা ফিরে গিয়েছে মেসির দল। তা বলে এতটুকু কমেনি বিশ্বকাপের উন্মাদনা। এবার ‘কেকের’ তৈরি বিশ্বকাপ কার দখলে থাকবে, তা নিয়ে বড়দিনে হইচই হতে চলেছে জলপাইগুড়িতে। কারণ ওইদিনই ‘ফিফা’ বিশ্বকাপ নিলাম হতে চলেছে জলপাইগুড়ি শহরের থানা মোড় সংলগ্ন বাবুপাড়ার একটি কেক প্রস্তুতকারী দোকানে। যা নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সমস্ত বয়সের মানুষের মধ্যে। অনেকেই ওই দোকানে এসে বিশ্বকাপ রূপী কেকটি দেখে যাচ্ছেন। ছবি তুলে নিয়ে যাচ্ছেন।
অমল সরকার নামে দোকানের এক কর্মী জানান, কেক তৈরিতে যে যে উপকরণ লাগে সেই উপকরণের মিশ্রণেই এই কেক তৈরি করা হয়েছে। ময়দা, ডিম, কাজু, কিসমিস, মোরব্বা, বাটার সহ বিভিন্ন উপকরণ কেক তৈরিতে ব্যবহার হয়েছে। প্রায় দু’ফুট উচ্চতার বিশ্বকাপের আদলে তৈরি ওই কেকটি তৈরিতে সময় লেগেছে তিনদিন। শুধু বিশ্বকাপ নয়, কেক প্রেমীদের নজর কাড়ছে সবুজ ঘাসের মাঠ ও সঙ্গে একটি ফুটবলও।