Home National নিজে ডুবে অন্যকেও ডোবাবে, রাহুল গান্ধীকে কটাক্ষ রাজনাথের

নিজে ডুবে অন্যকেও ডোবাবে, রাহুল গান্ধীকে কটাক্ষ রাজনাথের

194
0

ত্রিশূর (কেরালা): রবিবার রাহুল গান্ধীকে বিজেপির উপর ধারাবাহিক আক্রমণের মোক্ষম জবাব দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। আজ ত্রিশূরে ভোট প্রচারে এসে লোকসভায় কংগ্রেসের ভরাডুবি নিয়ে রাহুলকে তীব্র কটাক্ষ করেন রাজনাথ। সেই সঙ্গে বলেন, কেরালার নির্বাচনে তিনি নিজে ভরাডুবি হবেন, অন্যকেও ডুবিয়ে ছাড়বেন। সেই সঙ্গে অতীতের নির্বাচনে রাহুলের একের পর এক ব্যর্থতার খতিয়ানও তুলে ধরেন তিনি। ২০১৯ সালের লোকসভায় উত্তর প্রদেশের আমেথিতে তাঁর পরাজয়ের প্রসঙ্গও তুলে ধরেন। তিনি বলেন, ‘তাঁর ট্র‍্যাক রেকর্ড ভালো নয়। উনি যেখানেই যান, সেখানে নিজে ডোবেন, অন্যদেরও ডোবান।’

Previous articleমেঘালয়ে স্বচ্ছতা অভিযান দিয়ে দোল উৎসব পালন বঙ্গভাষী মহাসভার
Next articleমমতার পায়ে কিছুই হয়নি, ক্রেপ ব্যাণ্ডেজ বেঁধে ঘুরে বেড়াচ্ছেন?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here