নিজস্ব সংবাদদাতা, কলকাতা: রেইনম্যান এখন ঘরছাড়া। টানা বৃষ্টিতে উনার যাদবপুরের ঘরে কোমর অবধি জল। গত বিধানসভা নির্বাচনে উনি ভোট প্রচারে বাঁশি বাজিয়ে বেশ কয়েকদিন পর পর এপ্রিল মাসের তীব্র দহনেও বৃষ্টি এনেছিলেন কলকাতার বুকে। তা নিয়ে সংবাদমাধ্যমে খবরও হয়েছিল। আর এখন ইয়াস তাড়াবার জন্য উনি এমন বাঁশি বাজিয়েছেন যে, পুরো কলকাতা ঘূর্ণিঝড় থেকে মুক্তি পেলেও ইয়াস পরবর্তী দুর্যোগের কবলে। এই দাবি করেছেন রেইনম্যান।
গত বুধবার রাত দশটা থেকে সমানে মুষলধারে বৃষ্টি হয়েই চলেছে । এখনও আকাশ থমথমে। ঘন মেঘ আবৃত। বাংলা স্টেটসম্যানের পক্ষ থেকে তাঁকে প্রশ্ন করা হলো ” আপনি তো নিজেই দাবি করেছেন যে বৃষ্টি এক্সপোর্ট করতে পারেন। তাহলে আপনি কলকাতার মেঘ অন্যত্র কেন সরাচ্ছেন না? উত্তর পাওয়া গেল, রেইনম্যানকে নাকি আইন মন্ত্রী মলয় ঘটক বাঁশি বাজাতে নিষেধ করেছেন । এই বৃষ্টি নাকি কলকাতার ইয়াস পরবর্তী প্রভাবের ফল।
তবে রেইনম্যান চেষ্টা করছিলেন, হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের মাধ্যমে বাঁশির সুর ভাইরাল করে কলকাতার নিম্নচাপ বীরভূমের দিকে পাঠানো যায় কিনা। কারণ, বীরভূম, ঝাড়খন্ডে কারণ, এইসব এলাকায় এতদিন ধরে খরা চলছিল। কাকতালীয়ভাবে এখন এইসব জেলায় তুমুল বৃষ্টি নেমেছে।