কলকাতা: শুভ্রাংশু রায়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে মুকুল রায়কে খুঁজতে তদন্তে নেমেছে বিধাননগর পুলিস কমিশনারেট। যে সূত্রেই রাজ্য পুলিসের একটি দল পৌঁছে গিয়েছে দেশের রাজধানী দিল্লিতে। মুকুল দিল্লির কোথায় আছেন, সেটা মোবাইলের টাওয়ার লোকেশন দেখে চিহ্নিত করার চেষ্টা করছে পুলিস। তবে তাঁর বাবার দিল্লি যাত্রার পিছনে, বড়মাপের টাকার খেলা রয়েছে বলে সরাসরি অভিযোগ করেছেন মুকুল পুত্র শুভ্রাংশু।