কলকাতা, ১৮ অক্টোবর: কামারহাটি পৌরসভার ২৪ নম্বার ওয়ার্ডের বিমল সাহাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দীর্ঘদিন ওয়ার্ড অফিস তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে। কাউন্সিলর না আসায় পুর পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন ২৪ নম্বর ওয়ার্ডের মানুষজন। বেপাত্তা এই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে চেয়ারম্যানের কাছে অভিযোগ জানালেন স্থানীয় বাসিন্দারা। ২৪ নাম্বার ওয়ার্ডের যেখানে সেখানে জমে থাকছে আবর্জনা। নর্দমায় জমছে পাঁক। এলাকায় ছড়াচ্ছে দুর্গন্ধ। বাড়ছে মশা, মাছির উপদ্রব। ডেঙ্গু, ম্যালেরিয়ার আশঙ্কায় এলাকাবাসী।