নয়াদিল্লি, ১২ নভেম্বর: গ্রেট নিকোবর দ্বীপের ১৩০.৭৫ বর্গ কিলোমিটার বনভূমি কেটে ফেলার অনুমতি দিল পরিবেশ মন্ত্রক। উন্নয়নমূলক প্রকল্পের জন্য এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। একটি নৌবন্দর, বিমানবন্দর, একটি বিদ্যুৎ কেন্দ্র ও গ্রিনফিল্ড টাউনশিপ তৈরি হবে প্রস্তাবিত প্রকল্পের অধীনে। প্রকল্পটি গড়ছে আন্দামান অ্যান্ড নিকোবর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অথরিটি (এএনআইআইডিসিও)। মোট ৭২ হাজার কোটি টাকা আনুমানিক খরচ ধরা হয়েছে। তবে বিশেষজ্ঞরা এই সিদ্ধান্তের ভয়ঙ্কর প্রভাব পরিবেশের উপর পড়বে বলে ধারণা করছেন। এত বড় এলাকার বনভূমি কেটে ফেলার প্রস্তাব এর আগে আসেনি বলে অনেকে মন্তব্য করেছেন। এর ফলে গ্রেট নিকোবর দ্বীপের মোট ৯০০ বর্গকিলোমিটার বনভূমির ১৫ শতাংশ নিশ্চিহ্ন হয়ে যাবে। প্রায় সাড়ে ৮ লক্ষ গাছ কাটা পড়বে। এজন্য এই দ্বীপের জীববৈচিত্র্যে বিরূপ প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। গ্রেট নিকোবর দ্বীপের ৩৩০ প্রজাতির প্রাণী রয়েছে ওই বনাঞ্চলে। এছাড়া রয়েছে ৬৫০ ধরনের উদ্ভিদ।