Home District নিউ ব্যারাকপুরে শুরু হল বইমেলা

নিউ ব্যারাকপুরে শুরু হল বইমেলা

125
0

কলকাতা: সাহিত্যিক সাধন চট্টোপাধ্যায় নিউ বারাকপুরে শনিবার বিকেলে লিটল ম্যাগাজিন ও বইমেলার উদ্বোধন করলেন । পথের দাবি গণসাংস্কৃতিক সংস্থা পরিচালিত সাহিত্য পত্রিকা ঈশান আয়োজিত প্রথম বর্ষ লিটল ম্যাগাজিন ও বইমেলা শুরু হয় মজলিস প্রাঙ্গণে। সাধন চট্টোপাধ্যায় বলেন, সংস্কৃতি চর্চার অন্যতম অঞ্চল নিউ বারাকপুর। সেখানে উদ্বোধনী অনুষ্ঠানে এসে নিজেকে গর্বিত মনে করছি। ডিজিটাল যুগ বই পড়ার অভ্যাস কমিয়ে দিচ্ছে- এমন অভিযোগ অনেকেই করেন। আমি মনে করি, ডিজিটাল প্রযুক্তির সঙ্গে বই পড়ার কোনও বিরোধ নেই। বরঞ্চ প্রযুক্তি আমাদের তথ্য সংগ্রহ ও সংরক্ষণে এক দিগন্ত খুলে দিয়েছে।

Previous articleহাওড়া থেকে নিউ জলপাইগুড়ি চলবে বন্দে ভারত এক্সপ্রেস
Next articleব্যবসায়ীকে অপহরণ করে ডাকাতির মামলায় ধৃত তিন পুলিস কর্মীর চার্জশিট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here