নাসিক, ৫ নভেম্বর: আজ শনিবার মুম্বইগামী শালিমার এক্সপ্রেসের একটি পার্সেল ভ্যানে আগুন। এদিন সকাল ৮টা ৪৫ মিনিটে মহারাষ্ট্রের নাসিক রোড স্টেশনে ঘটে এই ঘটনা। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে। জ্বলন্ত কামরাটিকে আলাদা করায় অল্পের জন্য রক্ষা পান যাত্রীরা। যাত্রীবাহী কামরা অবধি আগুন পৌঁছানোর আগে জ্বলন্ত কামরাটিকে আলাদা করে দেওয়া হয়। ফলে খুব বেশি ক্ষয়ক্ষতির থেকে বেঁচে যায় ট্রেনটিও। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুনে দমকলবাহিনীর ৫টি ইঞ্জিন। অল্প সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিছুটা বিলম্ব হলেও রেল দপ্তরের তৎপরতায় শালিমার এক্সপ্রেসকে লোকমান্য তিলক টার্মিনাসের উদ্দেশে রওনা হয়ে যায়।