নয়াদিল্লি: একের পর এক চিতার মৃত্যুর মধ্যেই সুখবর! কুনোর জাতীয় উদ্যানে তিনটি চিতা শাবকের জন্ম হল। মঙ্গলবার কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব ‘এক্স’ হ্যান্ডলে এই খুশির খবর জানিয়েছেন। তিনি লিখেছেন, নামিবিয়া থেকে আনা জ্বালা নামের চিতাটি তিনটি শাবকের জন্ম দিয়েছে। এজন্য তিনি সারা দেশের বন্যপ্রাণী প্রেমী এবং ফ্রন্টলাইন যোদ্ধাদেরঅভিনন্দন জানিয়েছেন। এর আগে গত ৩ জানুয়ারি নামিবিয়া থেকে আনা আশা নামের চিতাটি তিনটি শাবকের জন্ম দিয়েছে। গত বছর মার্চে জ্বালা (নামিবিয়ায় তার নাম ছিল সিয়ায়া) নামে একটি চিতা চারটি শাবকের জন্ম দিয়েছিল। কিন্তু, তার মধ্যে অবশ্য তিনটিরই মৃত্যু হয়েছে।