কাছাড়: পাটশিল্প এবং জৈবিক পদ্ধতিতে ব্যাগ নির্মাণের উপর প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন হল গঙ্গানগর গাঁও পঞ্চায়েতের অন্তর্গত সেন্টকোথারিনে। এদিন বিকেলে ২ ঘটিকার সময় সেন্টকোথারিন কমিউনিটি হলে স্থানীয় ৩০টি আত্মসহায়ক গোষ্ঠীর তিন-তিন সদস্যদের নিয়ে। মোট ৯০ জন আত্মসহায়ক গোষ্ঠীর সদস্যদের স্বনির্ভরশীল করার লক্ষ্যে জাতীয় কৃষি ও গ্রাম উন্নয়ন ব্যাংক (নাবার্ড)-এর উদ্যোগে ও নন্দিনী সোশ্যাল ওয়েলফার সোসাইটি ও আনিসা ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় জুট এবং সুতি কাপড়ের ব্যাগ নির্মাণের উপর ১৫ দিনের প্রশিক্ষণের সূচনা করা হয়।
অনুষ্ঠানের আরম্ভনিতে ফিতা কেটে প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন নাবার্ডের ডিডিএম রবি শংকর লিকমাবম। এতে সঙ্গে ছিলেন ব্যাংক ম্যানেজার মনোজ কুমার দাস, নন্দিনী সংস্থার সঞ্চালক অরূপ কুমার চৌধুরী, আনিসা ফাউন্ডেশনের সম্পাদক একবার হোসেন লস্কর, দিদারকুশ উন্নয়ন সমিতির সম্পাদক তথা নেহেরু যুব কেন্দ্রের জাতীয় যুব স্বেচ্ছাসেবক নুর আলম বড়ভূঁইয়া, জীবিকা সখী রিনা বেগম মজুমদার, ডমেস্টিক স্কিল ট্রেইনার বিনা দেবী ও প্রিয়াবতি দেবী।
অনুষ্ঠানের শুভারম্ভে স্থানীয় মহিলা সমিতির তরফে উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে অতিথিদের উত্তরীয় দিয়ে বরণ করা হয়। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে মহিলাদের স্বনির্ভরশীল করার লক্ষ্যে প্রেরণা জাগিয়ে বক্তব্য রাখেন সকল বক্তাই। বিশেষ করে সরকারি প্রকল্পের বাস্তবায়নের সাথে সাথে নারীদের সবলীকরণ ও সশক্তিকরণের উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন নাবার্ডের ডিডিএম রবিশঙ্কর লিকমাবম।
এছাড়া ১৫ দিনের প্রশিক্ষণ সম্পূর্ণ করা প্রশিক্ষার্থীদের ৭৫০ টাকা সহ সার্টিফিকেট প্রদান করবে জাতীয় কৃষি ও গ্রামীণ উন্নয়ন ব্যাংক (নাবার্ড)। প্রশিক্ষার্থীরা আগামী দিনে প্রশিক্ষণের সার্টিফিকেট দেখিয়ে ব্যাংক ঋণ নেওয়ার সুযোগ পেতে পারেন বলে জানান কর্মকর্তারা। এই প্রশিক্ষণ কর্মশালাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে টিম লিডারের দায়িত্বে রয়েছেন জীবিকা সখী রিনা বেগম মজুমদার।