বীরভূম, ২ ডিসেম্বর: পঞ্চায়েত ভোটের আগে বীরভূম জেলাজুড়ে একাধিক জায়গায় উদ্ধার হচ্ছে আগ্নেয়াস্ত্র। সেই মতো আজ আবারও নানুর থানার অন্তর্গত পাঁকুড়হাঁস গ্রামে পুলিশি অভিযান চালিয়ে উদ্ধার হল বিপুল পরিমাণের আগ্নেয়াস্ত্র। বছর ঘুরলেই রয়েছে পঞ্চায়েত নির্বাচন। তার আগে বীরভূমের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হচ্ছে আগ্নেয়াস্ত্র। বীরভূমের নানুর থানার পাঁকুড়হাস গ্রাম থেকে বিপুল পরিমাণে অস্ত্র ও বোমা তৈরির মসলা উদ্ধার করল নানুর থানার পুলিশ। ৩টি পিস্তল, ১টি মাস্কেট, ১০ কেজি বোমা তৈরির মসলা ও ১৩ রাউন্ড কারতুজ বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনায় পুলিশ দুজন অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।