সুমন মল্লিক, সংবাদ কলকাতা: সিবিআইকে প্রভাবিত করা প্রসঙ্গে এবার মুখ খুললেন প্রাক্তন সিবিআই আধিকারিক উপেন বিশ্বাস। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন দুর্নীতির তদন্তভার CBI এর হাতে দিয়েছে হাইকোর্ট। ধরা পড়েছে বেশ কিছু প্রভাবশালী ব্যক্তি। অন্যদিকে কিছু রাজনৈতিক দল কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছে। কেন্দ্র নাকি CBI কে প্রভাবিত করছে। এই প্রসঙ্গে প্রাক্তন CBI অধিকর্তা তথা তৃণমূলের প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাস একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, CBI তদন্তকে প্রভাবিত করতে স্বয়ং নরেন্দ্র মোদিও পারেননা। অপরাধীরা যতই চালাকি করুক, তারা কোন না কোনও লিখিত প্রমাণ রেখে যায়। আর সেই সূত্র ধরেই সিবিআই অপরাধীদের গ্রেপ্তার করে। মাকড়সা যদি গডফাদার হয়, তবে তাকে ঘিরে রেখেছে জাল। আর এই জাল যদি বিভিন্ন ডট হয়, তবে চন্দন মন্ডল তেমনি একটি ডট। এই ডটকে যতই অস্বীকার করুক, কেউই জাল কেটে বের হতে পারবে না।