কলকাতা, ১২ সেপ্টেম্বর: আগামী কাল বিজেপির নবান্ন অভিযান। কিন্তু, সেই আন্দোলনকে বাতিল করে দিল হাওড়া পুলিশ কমিশনারেট। কারণ হিসেবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, নবান্ন চত্বরে সব সময় ১৪৪ ধারা জারি থাকে। আইন মোতাবেক একসঙ্গে চারজনের বেশি জমায়েত করা যাবে না। কারণ, নির্ধারিত আন্দোলনের দিন ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার। ওই দিন হাওড়ার বিখ্যাত পাইকারি বাজার মঙ্গলার হাট বসে। মানুষের ব্যাপক ভিড় হয়। প্রচুর যানবাহন চলে। সেজন্য জাতীয় সড়কেও ব্যাপক যানজট থাকে। তাছাড়া পুলিশের দাবি, এই আন্দোলন নিয়ে ইতিমধ্যে চারটি অভিযোগ দায়ের হয়েছে। সেজন্য এই অভিযানে অনুমতি দেওয়া যাবে না।
এব্যাপারে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের প্রতিক্রিয়া, পুলিশ অনুমতি না দিলেও নবান্ন অভিযান হবে। তিনি বলেন, ‘আমরা আশা করিনা যে অনুমতি পাব। পুলিশ বাধা দিলেও আমরা অভিযানের জন্য তৈরি। যে তৃণমূল ব্লকে মিছিল করতে বাধা দেয়, তারা এই কর্মসূচি আটকে দেবে এটাই তো স্বাভাবিক।’