নদীয়া: চৈতন্যমহাপ্রভুর জন্মস্থান নদীয়া জেলার নবদ্বীপে বহু পুরনো রামকৃষ্ণ মিশন সেবাসমিতি। এই মিশনকে ২০২১সালের ২৬ মে বেলুড় মঠ ও মিশন কর্তৃক অধিগ্রহণ করা হয়। সেই সময় সারা দেশজুড়ে অতিমারি করোনার জন্য কোনও রকম অনুষ্ঠান করা যায়নি। সেকারণে দীর্ঘ একবছর পর এদিন নবদ্বীপ রামকৃষ্ণ মঠ ও মিশনে শুরু হল তিনদিন ব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান।