Home District নন্দীগ্রামে আত্মহত্যা দম্পতির, চাঞ্চল্য

নন্দীগ্রামে আত্মহত্যা দম্পতির, চাঞ্চল্য

86
0

তমলুক: বিয়ের ২০ দিনের মাথায় একই দড়িতে আত্মঘাতী হলেন নবদম্পতি। নন্দীগ্রাম থানার ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েতের পঞ্চমখণ্ড জালপাই গ্রামের পশ্চিমপাড়ার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার সকালে গ্রামের এক প্রতিবেশীর বাড়ির আমগাছে নব দম্পতিকে ঝুলতে দেখা যায়। মৃতদের নাম জয়দেব পণ্ডা(২২) ও লক্ষ্মী জানা পণ্ডা(২২)। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আশেপাশের এলাকা থেকে প্রচুর মানুষজন জড়ো হন। খবর পেয়ে নন্দীগ্রাম থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছয়। জোড়া দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। আত্মহত্যার কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

Previous articleবিশ্ব ইতিহাসে ২৬ মার্চ
Next articleএবার জঙ্গলে আগুন লাগালেই গ্রেপ্তার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here