নিখোঁজ পঞ্চায়েত সদস্যর মৃতদেহ উদ্ধার হল নদী থেকে। জলপাইগুড়ির ময়নাগুড়িতে মাধবডাঙ্গা গ্রামের ধরলা নদী থেকে উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ। তিনি ছিলেন ওই গ্রামের ই একজন পঞ্চায়েত সদস্য। এবং ওই ঘটনা গ্রাম বাসির মধ্যে ব্যাপক চাঞ্চল্যের পরিবেশের সৃষ্টি হয়েছে। এছাড়া এই ঘটনাকে কেন্দ্র করে সেই ঘটনাস্থলে পঁৌছে যান জলপাইগুড়ির মহুয়া গোপ যিনি ওখানকার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি। পঞ্চায়েত সমিতির সভাপতি শিবম রায় বসুনিয়া এছাড়াও আরও অনেকে। মৃত পঞ্চায়েত সদস্য ধনেশ রায় তিনি গত শুক্রবার থেকে তাঁর কোনো পাওয়া যাচ্ছিল না। কিন্ত সেদিন তাঁর স্কুটি পাওয়া যায়। রবিবার তাঁর বাড়ি প্রায় আড়াই কিলোমিটার দূরে উদ্ধার হয় ওই ব্যক্তির অর্থাত ধনেশ রায়ের মৃত দেহ। এদিকেপরিবারের সদস্যরা যথেষ্ট কাঁন্নায় ভেঙ্গে পড়েন। তাঁদের দাবি তাঁকে কেউ ষরযন্ত্র করে নির্মম হত্যা করেছে। নদী থেকে মৃতদেহ উদ্ধার করতে সহযোগিতা করেছে পুলিশ।