নদীয়া: নদীয়া জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা। এই সমস্ত এলাকায় ক্রমাগত চলে সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ ( BSF) এর কড়া নজরদারি। পাশাপাশি, রাজ্য পুলিশের পক্ষ থেকেও নজরদারি ও তৎপরতা যথেষ্ট ভালো।
সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নদীয়া জেলার পুলিশ প্রশাসনকে বিভিন্ন আগ্নেয়াস্ত্রের রমরমা সহ দুষ্কৃতীমূলক কাজ কর্মের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে নজরদারিও জোরদার করার কথা বলতে শোনা গিয়েছে তাঁর মুখে।
রাজ্যের পুলিশ প্রশাসনের বিরুদ্ধে শাসক দলের হয়ে কাজ করার অভিযোগ তুলছে বিরোধী রাজনৈতিক দলগুলি। সেই বিস্তর অভিযোগের মধ্যেও নদীয়া জেলার পুলিশ প্রশাসনের এহেন সাফল্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মত ওয়াকিবহাল মহলের।