জলপাইগুড়ি, ৫ নভেম্বর: জলপাইগুড়িতে প্রায় ১ কেজি ৬৮১ গ্রাম সোনা উদ্ধার। যার বাজারমূল্য প্রায় ৮৫ লক্ষ টাকা। কোতোয়ালি থানায় গ্রেপ্তার দুই পাচারকারী। ধৃতদের নাম সৌরভ অশোক মান্ডাল (২৪) ও রাহুল রমেশ কোডাগ (৩৫)। তাদের বাড়ি মহারাষ্ট্রে। শনিবার ঘটনাটি ঘটে জলপাইগুড়ির গোশালা মোড়ে ৩১ নম্বর জাতীয় সড়কে।