ধানবাদ: ধানবাদের একটি বেসরকারি হাসপাতালে গতকাল রাত্রে আচমকাই আগুন লাগে। ঘটনাটি ঘটেছে হাজরা এলাকায় বেসরকারি হাসপাতালের রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে। ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। রাত ২-৩০ নাগাদ আচমকাই আগুন লাগার ফলে অনেকেই ওই সময় ঘুমন্ত অবস্থায় থাকায় আগুনের ঘটনাটি টের পাননি। কিন্তু যে কমপ্লেক্সে এই ঘটনাটি ঘটে, সেই সময় ওই আবাসনটিতে অনেক রোগীই উপস্থিত ছিলেন। এই ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ৫ টি দমকল ইঞ্জিন এসে পৌঁছায়। এবং আগুন নিয়ন্ত্রণে আনতে অনেক সময় লাগে। কিন্তু আগুন থেকে রেহাই পেতে অনেকেই আটকে পড়েন। আগুনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারও করা হয়। কিন্তু আগুন থেকে বাঁচতে চিকিৎসক দম্পতি সহ ৫ জন আটকে পড়েন। তাঁরা সেখানে এই কমপ্লেক্সের বিষাক্ত ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা যান। মৃতদের মধ্যে একজনের পরিচয় এখনও পাওয়া যায়নি। আর একজন পরিচারিকা ও ওই চিকিৎসক দম্পতির ভাইপো বলে জানা গিয়েছে।