Home National ধানবাদের বহুতলে আগুন, মৃত ১৪

ধানবাদের বহুতলে আগুন, মৃত ১৪

150
0

ধানবাদ: মঙ্গলবার ধানবাদের একটি বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। ঝাড়খণ্ডের মুখ্যসচিব সুখদেব সিং জানান, অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ১০ জন মহিলা এবং তিনটি শিশু। জখম আরও বহু। এদিন সন্ধ্যা ছ’টা নাগাদ ধানবাদের জোড়াফটক এলাকায় আশীর্বাদ টাওয়ার নামে ওই বহুতলে আগুন লাগে। এসএসপি সঞ্জীব কুমার বলেন, বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে সেখানে অনেক মানুষ হাজির হয়েছিলেন। আগুন লাগার কারণ স্পষ্ট নয়। জখমদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় সমবেদনা প্রকাশ করে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জানান, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারের কাজ চলছে। ধানবাদের ডেপুটি কমিশনার সন্দীপ সিং বলেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

Previous articleবিশ্ব ইতিহাসে ৩১ জানুয়ারি
Next articleসৌধের রক্ষণাবেক্ষণ বেসরকারি হাতে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here