Home District ধলাই সমষ্টির বড়জালেঙ্গা উন্নয়ন খণ্ডে ৩ টি নবনির্মিত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভবনের উদ্বোধন...

ধলাই সমষ্টির বড়জালেঙ্গা উন্নয়ন খণ্ডে ৩ টি নবনির্মিত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভবনের উদ্বোধন মন্ত্রীর

125
0

ধলাই: শুক্রবার আনুষ্ঠানিকভাবে ধলাই বিধানসভা সমষ্টির বড়জালেঙ্গা উন্নয়ন খণ্ডের অন্তর্গত ধোয়ারবন্দ ও আইরংমারা গাঁও পঞ্চায়েতে নবনির্মিত ৩ টি মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভবনের শুভ উদ্বোধন করেন আসাম সরকারের পরিবহন, আবগারি ও মীন বিভাগের মন্ত্রী তথা ধলাই সমষ্টির পাঁচ বারের বিধায়ক পরিমল শুক্লবৈদ্য।

এদিন মন্ত্রী প্রথমে ধোয়ারবন্দ গাঁও পঞ্চায়েতের অন্তর্গত ১৮২ নং বন্ধন গোয়ালা মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নবনির্মিত ভবন ফিতা কেটে শুভ উদ্বোধন করেন এবং উদ্বোধন অনুষ্ঠানকে কেন্দ্র করে আয়োজিত সভায় অংশগ্রহণ করেন।

সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বলেন,শিশুর বিকাশের এক মাত্র চাবিকাঠি হচ্ছে শিক্ষা। শিশুর শৈশব কালের আরম্ভনিতে চরিত্র গঠনের সাথে সাথে শিশুর শিক্ষার বিকাশের আলো দেখিয়ে দেওয়ার কাজ করে যাচ্ছে গ্রামের প্রত্যেক অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো।চলতি বছরে ধলাই সমষ্টিতে ১১ টি মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভবন নির্মানের জন্য অর্থ মঞ্জুর হয়েছে যার জন্য মোট ব্যায় হবে ২ কোটি ৭৫ লক্ষ টাকা।তারমধ্যে বড়জালেঙ্গা উন্নয়ন খণ্ডে ৪ টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভবন নির্মানের জন্য অর্থ মঞ্জুর হয়েছে।আজ এর মধ্যে ৩ টি ভবনের উদ্বোধন হতে চলেছে যার জন্য মোট ব্যায় হয়েছে ৭৫ লক্ষ টাকা।

তাছাড়াও এদিন মন্ত্রী আইরংমারা গাঁও পঞ্চায়েতের অন্তর্গত ১৭৩ নং হরিনগর মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও ১৫৮ নং নিম্ন বুনিয়াদি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন।

Previous articleদুদিনের বরাক সফরে প্রদেশ কংগ্রেস সভাপতি, সদ্য প্রয়াত সাংসদের বাড়ীতে সাক্ষাৎ
Next articleবিশ্ব ইতিহাসে ৩১ ডিসেম্বর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here