কাছাড়: ধলাই থানার চান্নিঘাটে হামলা চালাল দুষ্কৃতীরা। সোমবার বিকেলে সঙ্কটজনক অবস্থায় তাঁকে গৌহাটি মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া
হয় ।
ঘটনাটি ঘটে গত ৩১ ডিসেম্বর অর্থাৎ বছরের শেষদিন শনিবার মধ্যরাতে। চান্নিঘাট গ্রামে কর্তব্যরত অবস্থায় থাকা গ্রামরক্ষী বাহিনীর সম্পাদক অনুপ কান্তি দাশকে কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি প্রথমে উঠিয়ে নিয়ে যায়। তারপর প্রায় দুশো মিটার দূরে নির্জন স্থানে নিয়ে তাঁকে ক্ষত বিক্ষত অবস্থায় ফেলে রেখে যায়।
সঙ্গে সঙ্গে লায়লাপুর পুলিশ পেট্রোল পোস্টে খবর দিলে পুলিশের সহযোগিতায় রক্তাক্ত অবস্থায় তাঁকে ধলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হলে অবস্থা সঙ্কটজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাঁকে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন।
সোমবার এই মর্মে লায়লাপুর পুলিশ পেট্রোল পোস্টে একটি এজাহার দায়ের করা হয়। এজাহার মতে, শনিবার রাতে ভিডিপি সম্পাদক নিজের গ্রামে কর্তব্যরত অবস্থায় মধ্যরাতে হঠাৎ করে একটি গাড়ি এসে থামিয়ে অনুপকে জোর করে উঠিয়ে নিয়ে গিয়ে কিছু দূরে রাস্তার পাশে ফেলে চলে যায়। তাঁর সঙ্গে থাকা গ্রামরক্ষী বাহিনীর উপস্থিতি খাতাও ছিনিয়ে নিয়ে যায় দুষ্কৃতীরা। তাই আজ গ্রামরক্ষী বাহিনী ও অনুপ দাসের পরিবার বলেন, তিন দিনের মাথায় দুষ্কৃতীর কোনও সন্ধান বের করতে পারেনি পুলিশ প্রশাসন। তাঁরা বলেন, অনুপ দাসের অবস্থা সঙ্কটজনক দেখে শিলচর মেডিকেল কলেজ থেকে গৌহাটি নিয়ে যাওয়ার জন্য বলেন কর্মরত চিকিৎসকরা। তারপর অনুপ দাসকে সঙ্কটজনক অবস্থায় গৌহাটির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, অনুপ দাশ এখন সঙ্কটজনক অবস্থায় গৌহাটি বেসরকারি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। গ্রামরক্ষী বাহিনীর কর্মীরা বলেন, উনাদের নিরাপত্তা সহ গ্রামরক্ষী বাহিনীর সম্পাদক অনুপ কান্তি দাশকে দুষ্কৃতীরা যাঁরা প্রাণে মারার চেষ্টা করেছে, তাঁদেরকে অতিসত্বর আটক করে জেলে প্রেরণ করার জন্য সরকার ও পুলিশ প্রশাসনের কাছে দাবি জানান।