উন্নাও: গায়ে কাঁটা দেওয়ার মতো নারকীয় অত্যাচার। ধর্ষণের জেরে অতিরিক্ত রক্তক্ষরণ। শেষে মৃত্যু। এহেন অত্যাচারের ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের উন্নাওয়ে। অভিযুক্ত ২৫ বছরের যুবককে গ্রেপ্তার করেছে পুলিস। এই ঘটনায় ৬৫ বছরের এক মহিলারও যুক্ত থাকার অভিযোগ তুলেছেন মৃত ওই কলেজ ছাত্রীর পরিবার। পুলিস জানিয়েছে, ধৃতের নাম রাজ গৌতম। ঘটনার সময় ওই ছাত্রী বাড়িতে একা ছিলেন। সেই সুযোগেই তাঁকে ধর্ষণ করে গৌতম।