দ্রৌপদী মুর্মুরের জেতার সম্ভাবনা বেশি, বললেন মমতা

    218
    0

    কলকাতা: অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করে নিলেন, রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুর জেতার সম্ভাবনা বেশি। শুক্রবার তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘এনডিএ রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুরের জেতার সম্ভাবনা বেশি। আগে থেকে যদি বিজেপি জানাত, একজন তফশিলি, আদিবাসী মহিলাকে তাঁরা প্রার্থী করছে, তাহলে আমরাও চেষ্টা করতাম। বৃহত্তর স্বার্থে বিরোধী ১৬-১৭টা দল বসে সিদ্ধান্ত নিতে পারতাম। সর্বসম্মতিতে একজন প্রার্থী হলে, তা দেশের পক্ষে ভাল হতো। এ পি জে আব্দুল কালামও আগে হয়েছেন। কিন্তু বিজেপি ফোনে কেবল আমাদের মতামত জানতে চেয়েছিল। ওদের মতামত জানায়নি। বৃহত্তর স্বার্থে, সর্বসম্মত প্রার্থী আমি সর্বদা পছন্দ করি। কিন্তু যেহেতু আমরা ১৭-১৮টা দল একসঙ্গে বসে সিদ্ধান্ত নিয়েছি, তাই সকলে না বললে আমি একা ফেরাতে পারি না। আমি চাই রাষ্ট্রপতি নির্বাচন শান্তিপূর্ণ হোক।’ তিনি আরও বলেন, সকলের সঙ্গে আলোচনা না করে এখন প্রার্থী প্রত্যাহার করা যাবে না। কারণ সর্বসম্মতিক্রমে বিরোধী দলগুলি প্রার্থী ঠিক করেছে।
    অন্যদিকে বিজেপির রাজ্য কমিটির মুখপাত্র শমীক ভট্টাচার্য দ্রৌপদী মুর্মুকে সমর্থনের জন্য তৃণমূলের সাংসদ, বিধায়কদের অনুরোধ করেন। তিনি এদিন তৃণমূল নেত্রীর এই মন্তব্যের জবাবে বলেন, ‘তৃণমূলের বিজেপি বিরোধিতা ও সদ্য প্রাক্তন সহ-সভাপতি যশবন্ত সিনহা যা মন্তব্য করেছেন, তা অত্যন্ত দুঃখজনক। তৃণমূল প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে বহিরাগত বলেছে। আমরা চেয়েছিলাম ঐক্য গড়ে তুলতে। কিন্তু তা হয়নি।’

    Previous articleহাওড়ায় সুইমিং পুলে ডুবে মৃত্যু হল প্রশিক্ষণরত শিশুর
    Next articleকালনার রথযাত্রায় পুলিশি অব্যবস্থার অভযোগ, পদপিষ্ট অনেকে

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here