Home Literature দ্বৈতবাদ

দ্বৈতবাদ

215
0

মৃন্ময় ভট্টাচার্য

কেউ খোঁজে মুক্তির পথ
কারওবা প্রিয় চির বন্ধন,
বিরোধী দুই পথেই আছে
সবার বেঁচে থাকার ইন্ধন।

কেউবা ছোটে আলোর পানে
কাউকে দেখি আঁধার টানে,
জোয়ার-ভাটার দ্বৈত টানে
বাঁচায় নিশ্বাস বিশ্ব প্রাণে।

ভালোই যদি সবাই হবে
তুলনীয় হয়ে কে দাঁড়াবে ?
মিষ্টি তেঁতো দূটোই তো চাই
বাঁচার এটাই সঠিক দাওয়াই।

Previous articleসুখের বোধহীনতা
Next articleখেলা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here