Home National দেশের সবচেয়ে বেশি ভিখারি বাস করে পশ্চিমবঙ্গে

দেশের সবচেয়ে বেশি ভিখারি বাস করে পশ্চিমবঙ্গে

215
0

নতুন দিল্লি: দেশের সবচেয়ে বেশি ভিখারি বাস করে পশ্চিমবঙ্গে। আজ রাজ্যসভায় একথা জানালেন কেন্দ্রীয় সামাজিক বিচারমন্ত্রী ঠাওর চাঁদ গেহলট। তিনি জানান, দেশের চার লক্ষ ভিখারির মধ্যে শুধু বাংলাতেই রয়েছে প্রায় এক লক্ষ। আর লাক্ষাদ্বীপে দেশের সবচেয়ে কম ভিখারি বাস করে। ২০১১ সালের জনগণনা অনুযায়ী দেশে মোট ভিখারির সংখ্যা ৪ লক্ষ ১৩ হাজার ৬৭০ জন। এদের মধ্যে পশ্চিমবঙ্গেই রয়েছে ৮১ হাজার ২২৪ জন। আর পশ্চিমবঙ্গের পরেই দ্বিতীয় স্থানে রয়েছে উত্তরপ্রদেশ। সেখানে ভবঘুরে বা ভিখারির সংখ্যা রয়েছে ৬৫ হাজার ৮৩৫ জন। আর ঠিক এরপরেই তৃতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ (৩০,২১৮ জন), চতুর্থ বিহার (২৯,৭২৩ জন), পঞ্চম মধ্যপ্রদেশ (২৮,৬৯৫ জন) এবং ৬ষ্ঠ রাজস্থান (২৫,৮৫৩ জন)। এদিকে দিল্লিতে ২১৮৭ জন হলেও চন্ডিগড়ে ভিখারির সংখ্যা মাত্র ১২১ জন।
দেশের মধ্যে ভিখারির সংখ্যা সবচেয়ে কম লাক্ষাদ্বীপে। সেখানে মাত্র দুই জন হলেও দাদরা, নগর হাভেলি, দমন, দিউ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে মোট ১৯৭৮ জন ভিখারি বাস করে।
তবে এই সরকারি তথ্য অনুযায়ী উদ্বেগের বিষয় হল, পুরুষ ভিখারির তুলনায় মহিলা ভিখারির সংখ্যাও নেহাত কম নয়। এই হিসেব অনুযায়ী দেশে মোট পুরুষ ভিখারির সংখ্যা যেখানে ২ লক্ষ ২১ হাজার ৬৭৩ জন, সেখানে মহিলা ভিখারির সংখ্যা ১ লক্ষ ৯১ হাজার ৯৯৭ জন।

Previous articleমোদির ব্রিগেডে যোগ দিলেন মিঠুন, রাজনীতিতে না সৌরভের
Next articleব্রিগেডের জনসভায় মোদির ভাষণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here