Home Literature “দেউলিয়া”

“দেউলিয়া”

104
0
অরবিন্দ সরকার
বহরমপুর, মুর্শিদাবাদ।

সরকার দেউলিয়া বৃথা অনুদানে,
লুটপাট, কাটমানি নিজের কল্যাণে,
চাকুরী করেছে বিক্রি নেতা মন্ত্রী গুনে,
লজ্জা অপমান বোধ লাগেনা সম্মানে।

ধারের মা- বাপ নেই অকাতরে ঋণ,
জন্মানো শিশুর ঘাড়ে দেনা সম্মুখীন,
মামলায় জেরবার কোর্টে রাতদিন,
না দেওয়া অজুহাতে আশা প্রায় ক্ষীন।

উজাড় করে ভাঁড়ার লক্ষ্মী দ্বারে দ্বারে,
দুর্নীতির মাপকাঠি ন্যায়ের বিচারে,
বর্গীর হানায় লুঠ যে যেমনে পারে,
নারী গাড়ি সোনা দানা বাগান খামারে।

টাকায় চাকুরী স্বপ্নে বেচে জমিজমা,
বেকারের দফারফা লেজে মোকদ্দমা!

Previous articleদ্রুত বাড়ছে সোনা-রূপার বাজার দর
Next articleআমেরিকায় দুই যুদ্ধ বিমানের সংঘর্ষ, মৃত ৬

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here