Home District দেউচাপাঁচামিতে জমিদাতার চাকরিপ্রার্থীদের কনস্টেবল পদে নিয়োগ

দেউচাপাঁচামিতে জমিদাতার চাকরিপ্রার্থীদের কনস্টেবল পদে নিয়োগ

213
0

নিজস্ব সংবাদদাতা: দেউচা পাচামির জমিদাতাদের মনোনীত চাকরিপ্রার্থীদের জুনিয়র কনস্টেবল পদে নিয়োগপত্র প্রদান করল রাজ্য সরকার। শনিবার এই চাকরি প্রদানের অনুষ্ঠানটি হয় সিউড়ি ইন্ডোর স্টেডিয়ামে। বীরভূম জেলা পুলিশ ও প্রশাসনের উদ্যোগে দেউচা পাচামি কোল ব্লকের মানবিক প্যাকেজের প্রকল্পে এই চাকরি প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার ডেপুটি স্পিকার ডক্টর আশিস ব্যানার্জি, রাজ্য মন্ত্রীসভার সদস্য চন্দ্রনাথ সিনহা, বীরভূম জেলা পরিষদের মেন্টর ও লাভপুর বিধানসভার বিধায়ক শ্রী অভিজিৎ সিনহা, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী সহ জেলা শাসক ও জেলা পুলিশ সুপার।

Previous articleঅন্যের গাড়ি চড়তেন অনুব্রত, ফেরত চাইলে গাঁজার কেস দেওয়ার হুমকির অভিযোগ
Next articleহিমাচলে বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে ২১, রেল ব্রিজে ধস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here